April 17, 2024, 2:58 am

দেশের সবচেয়ে ‘বিপজ্জনক তারকা’ তাব্বু-তাপসী-অনুষ্কা! দাবি সাম্প্রতিক সমীক্ষায়

অনলাইন ডেস্ক: ‘অ্যাকচুয়াল’ জীবনে সুরক্ষা যেমন জরুরি, তেমনই ‘ভারচুয়াল’ জগতেও নিরাপত্তার গুরুত্ব অনিবার্য। কোথায়, কীভাবে বিপদ লুকিয়ে রয়েছে, তা কেউ বলতে পারে না। এই বিপদ তারকাদের সূত্র ধরেও আসতে পারে। এমন চমকপ্রদ তথ্যই উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। যেখানে তাব্বু , তাপসী পান্নু , অনুষ্কা শর্মাকে দেশের সবচেয়ে ‘বিপজ্জনক তারকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সমীক্ষাটি করেছে সাইবার সুরক্ষা (Cyber Security) প্রদান করা সংস্থা ম্যাকাফি (McAfee)। আর তাঁদের এই সমীক্ষায় সবচেয়ে উপরে নাম রয়েছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । দ্বিতীয় স্থানে রয়েছেন তাব্বু। তৃতীয় এবং চতুর্থ স্থানে তাপসী পান্নু এবং অনুষ্কা শর্মা। ‘বিপজ্জনক তারকা’ তালিকায় সোনাক্ষী সিনহার নাম পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে সারা আলি খান । বলিউড বাদশা শাহরুখ খান রয়েছেন দশম স্থানে। তার আগে অর্থাৎ নবম স্থানে রয়েছেন হিন্দি টেলিভিশন তারকা দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া।কেন এই তারকারা বিপজ্জনক? ভারতে সংস্থার দায়িত্বে থাকা ভেঙ্কট কৃষ্ণাপুর জানান, সাইবার অপরাধীরা সাধারণত জনপ্রিয় সিনেমা, টিভি শো, খেলার ভিডিও কিংবা তারকাদের ফাঁস হয়ে যাওয়া ভিডিওর সন্ধানে থাকেন। যখনই ভারচুয়াল জগতের কোনও নাগরিক বিনামূল্যে এই সমস্ত তথ্য পাওয়ার চেষ্টা করেন, তখনই নিজেদের সাইবার সুরক্ষাকে বিপদের মুখে ঠেলে দেন। ফলে হ্যাকারদের কাছে তাঁকে অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। আর নেটদুনিয়ায় এই সমস্ত তারকাদের সিনেমা, পোস্ট, লিকড ভিডিওর খোঁজ খুবই বেশি পরিমাণে হয়ে থাকে, যাকে টোপ হিসেবে সাইবার অপরাধীরা ব্যবহার করে। বেশিরভাগ সার্চই অপরিচিত আইডি থেকে হয়ে থাকে বলে জানান ভেঙ্কট। আর সেই ভিত্তিতেই এই সমীক্ষাটি করা হয়। যার প্রথমসারিতে বেশিরভাগ মহিলা তারকার নাম উঠে এসেছে।
সমীক্ষায় সবচেয়ে উপরে নাম রয়েছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দ্বিতীয় স্থানে রয়েছেন তাব্বু।
তৃতীয় এবং চতুর্থ স্থান পেয়েছেন তাপসী পান্নু এবং অনুষ্কা শর্মা।বলিউড বাদশা শাহরুখ খান রয়েছেন দশম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :