April 25, 2024, 6:08 am

বাসচাপায় থেঁতলে গেছে এক নারীর পা, ভাগ্যক্রমে জীবনে বেঁচে গেছেন

অনলাইন ডেস্ক:
রাজধানীর বনানীতে বাসচাপায় পরমাণু শক্তি কমিশনের এক নারী কর্মকর্তার পা থেঁতলে গেছে। বাসটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। আফরোজা বেগম নামের ওই নারীকে গুরুতর অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বনানী সৈনিক ক্লাবের সামনের মোড়ে নরসিংদী থেকে মহাখালীগামী পিপিএল পরিবহনের একটি বাস তার পায়ের উপর উঠিয়ে দেয়। বনানী থানার ওসি নুরে আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আফরোজা ওই বাসের যাত্রী ছিলেন। তিনি বাস থেকে নেমে ওই বাসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি চালিয়ে তার ডান পায়ের উপর উঠিয়ে দেয়া হয়।দুর্ঘটনার পর পুলিশ আফরোজাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। আফরোজা পরমাণু শক্তি কমিশনের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাসের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের কারিগরি কর্মকর্তা। নরসিংদীতে গ্রামের বাড়ি থেকে বাসে করে ঢাকায় এসেছিলেন তিনি। কচুক্ষেতের বাসায় যাওয়ার জন্য বনানীতে নামেন বলে ওই থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান।আফরোজার ডান পায়ের হাঁটুর নিচ থেকে থেঁতলে যাওয়া ছাড়াও ডান হাতে আঘাত পেয়েছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :