April 19, 2024, 10:14 pm

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার কেন্দ্রীয় কর্মসুচি পালন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জেলা জজ আদালত চত্বরে ব্যানার টাঙ্গানো কর্মসুচি পালন করে। তাদেদদর দাবীগুলোর মধ্যে রয়েছে, অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গন্য করতঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, সকল বøক পদ বিলুপ্তি করে যুগোপযুগী পদ সৃজন পুর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রনালয়ের ন্যায় যোগ্যতা ও জোষ্ঠ্যতার ভিত্তিত্বে প্রতি ৫ বছর অন্তর অন্তর পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা এবং অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগবিধি সংশোধন করতঃ এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রনয়ন। এ সময় জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, জেলা জজের নাজির আব্দুল হাকিম, সিজিএম নাজির সোহেল রানা, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, একাউন্টেন জিয়াউর রহমান ও শাহ মোঃ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বুধবার সারা দেশে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্র্রদান করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :