April 19, 2024, 11:17 pm

পুলিশকে গোলাপ দিয়ে বরণ সাত কলেজের শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক।
চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
এসময় সায়েন্সল্যাব মোড়ে পুলিশ ও শিক্ষার্থী মুখোমুখি অবস্থান করলে সাত কলেজের শিক্ষার্থীরা তাদেরকে (পুলিশ) গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে বুধবার সকাল ৯টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, সরকারি সাত কলেজের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ ও ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষ এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা চলমান ছিল।
এছাড়া পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ ও ১০ মার্চ থেকে অনার্স ২য় বর্ষের ( বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :