April 20, 2024, 12:18 am

একুশে খেলা হবে, আমি গোল রক্ষক : মমতা

অনলাইন ডেস্ক।
কোনও রকম ধমকানিতে ভয় পান না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়া অত সহজ নয়। আপনারা জেল দেখিয়ে ভয় দেখাবেন না। আমরা এসব দেখে অভ্যস্ত।
ধমকানি ভয় পাই না।
আজ রবিবার এক সভায় তিনি এ কথা বলেন। এসময় নাম না করে বারবার ভারতের কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা। তিনি অভিযোগ করেন, বাংলার কেউ বড় হয়ে গেলেই তাকে নীচে টেনে নামানোর চেষ্টা হয়।
নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর- কাউকেই বাদ দেওয়া হয়নি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলাকে খেলানোর চেষ্টা করোনা। একুশে খেলা হবে। বাংলা লড়াই করবে।
একটাই লড়াই হবে। দেখব কে কত লড়াই করতে পারবে। ’ তারপরেই মমতা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘একুশে খেলা হবে। আমি গোল রক্ষক। দেখব কে কত লড়াই করতে পারবে।
সূত্র : টিভি নাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :