April 18, 2024, 8:22 am

প্যাকেট ছাড়া সিগারেট বিক্রি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক।।
ভারতের প্রথম প্রদেশ হিসেবে মহারাষ্ট্রে প্যাকেট ছাড়া সিগারেট-বিড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই এখন থেকে রাজ্যেজুড়ে খোলা সিগারেট কেনা যাবে না। মুম্বাই মিরর জানিয়েছে, ধ‚মপায়ীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা প্রদীপ ব্যাস জানিয়েছেন, সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইন ২০০৩-এর ৭ ধারার ২ নম্বর উপধারার আওতায় খোলা সিগারেট, বিড়ি বিক্রিতে সম্প‚র্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। টাটা মেমিরিয়াল হাসপাতালের ক্যানসার সার্জন ডা. পঙ্কজ চর্তুবেদি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ১৬/২৭ বছর থেকেই তরুণরা ধ‚মপানের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তারা কম সংখ্যক সিগারেট নিতো। পুরো প্যাকেট কিনতে তাদের অনেক টাকা লাগবে। খরচ বাড়ার কারণে এখন থেকে কম সিগারেট কিনবে তারা। টিওআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :