April 23, 2024, 12:44 pm

বাঁকুড়ার বিবড়দায় ICHFR এর মানবাধিকার দিবস পালন

ছবি ও সংবাদ প্রদীপ সাঁতরা (কলকাতা ভারত )।।
আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল ICHFR প্রতিষ্ঠার পর ২০১৭ সালে প্রথম জেলা কমিটি গঠিত হয়েছিল বাঁকুড়া জেলা। বাঁকুড়ার সম্মাননীয় জেলার শাসকের তত্ত্বাবধানে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

এরপর থেকে জেলার বিভিন্ন ব্লকে কমিটি গড়ে উঠে। ২০১৯ সালে মহাসমারোহে বিবড়দা গ্রামে বিশ্ব মানবাধিকার দিবসের মধ্যে দিয়ে তালডাংরা ব্লক কমিটি গঠিত হয়।
২০২০ তেও বিবড়দা গার্লস হাইস্কুলে শতাধিক প্রতিনিধি নিয়ে মানবাধিকার দিবস পালন করা হল। সেখানে তালডাংরা ব্লকের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় প্রতিবেদনে উঠে এসেছে একবছর কাজের মূল্যায়ন , সমালোচনা আত্মসমালোচনা , এবং বেশ কিছু দাবি ۔۔۔۔!
আগামী কিছুদিনের মধ্যে জেলা কমিটি সহ জেলা অফিসের দাবি পূরণের লক্ষ্যে পৌঁছবে বিবড়দা।
প্রায় ৬৫ বছর পড়ে থাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ ২৪ ঘন্টা পরিসেবা ও প্রস্তাবিত কলেজের অনুমোদন এবং নির্মাণ কাজ ত্বরান্বিত করতে ICHFR গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সেদিকে খুবই আশাবাদি প্রতিনিধিগণ।
সম্মেলনে উপস্থিত ছিলেন মহাসচিব সংগ্রাম মিত্র , কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ সাঁতরা , স্বপন বন্দ্যোপাধ্যায় , প: ব: রাজ্য কমিটির আহ্বায়ক পল্লব কাঞ্জিলাল। কলকাতা জেলা কমিটির সম্পাদক অমিত মুখার্জি ,
উঃ ২৪ পরগনা জেলার সম্পাদক দিবাকর দাস ও সভাপতি প্রণব দত্ত , জিতেন্দ্র চৌধুরী , ঝাড়খন্ড রাজ্য কমিটির আহ্বায়ক সঞ্জয় কুমার।
মাননীয় অনিল কুমার চক্রবর্তী সভাপতি ও রামজয় খাঁ সম্পাদক সহ ১৯ জনের ব্লক কমিটি গঠিত হয়। সম্মেলনে ISLOK এর সর্বভারতীয় নেতৃত্ব কাশীনাথ চন্দ উপস্থিত থেকে শীত বস্ত্র , শাড়ি প্রদান করেন।
উঃ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ধুতি , কলকাতা জেলা কমিটির পক্ষে শেখ শামীম ফল বিতরণ করেন।
সঙ্গীত , আবৃত্তি , হাস্যকৌতুকে সম্মেলন অন্যমাত্রা পায়।
বক্তব্য রাখেন প: ব: রাজ্য কনভেনর পল্লব কাঞ্জিলাল , ঝাড়খন্ড রাজ্য কনভেনর সঞ্জয় কুমার , কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন বন্দ্যোপাধ্যায় , ও মহাসচিব সংগ্রাম মিত্র।
সমবেত জাতীয় সঙ্গীত গেয়ে সম্মেলন শেষ করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :