অনলাইন ডেস্ক:
৩১ বছরের পুরনো লজ্জা ফিরিয়ে
আনলো ম্যানচেস্টার ইউনাইটেড।
রোববার রাতে ঘরের মাঠে
অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গোলে
ড্র করে দলটি। চলতি ইংলিশ
প্রিমিয়ার লীগে ১৪ ম্যাচ শেষে
ম্যানইউর সংগ্রহ ১৮ পয়েন্ট। গত ৩১
বছরে এটি ম্যানইউর সবচেয়ে
বাজে শুরু। সর্বশেষ ১৯৮৮-৮৯
মৌসুমে এত বাজে শুরু করেছিল
ম্যানইউ। সেবার তালিকার ১১তম
স্থানে থেকে মৌসুম শেষ করে
ইংল্যান্ডের শীর্ষ লীগে
সর্বাধিক ২০ বারের চ্যাম্পিয়নরা।
রোববার অ্যাস্টন ভিলার কাছে
পয়েন্ট খুইয়ে তালিকার নবম
স্থানে রয়েছে রেড ডেভিলরা।
তবে ম্যানইউ কোচ ওলে গানার
সুলশার বলেন, ‘তালিকায় শীর্ষ
দলগুলো ছাড়া বাকিদের মধ্যে
পয়েন্ট ব্যবধান খুবই কম।
তাই আমি নিজেদের অবস্থান
নিয়ে ভাবছি না।’
ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলার
বিপক্ষে জিতলে ২০ পয়েন্ট নিয়ে
তালিকার পাঁচে উঠতো
ম্যানস্টোর ইউনাইটেড। তবে
ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট
খোয়ায় স্বাগতিকরা। ম্যাচের
১১তম মিনিটে দারুণ গোলে
অ্যাস্টন ভিলাকে এগিয়ে নেন
জ্যাক গ্রেলিশ। তবে ম্যাচের
৪২তম মিনিটে মার্কাস
রাশফোর্ডের শট ঠেকাতে গিয়ে
আত্মঘাতী গোল করে ম্যাচে
সমতা ফেরান অ্যাস্টনের
গোলরক্ষক টম হিটন। ম্যাচের ৬৪তম
মিনিটে ভিক্টর লিন্ডলফের
গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে ২ মিনিট পরে ম্যাচে সমতা
ফেরান অ্যাস্টনের টাইরন মিঙ্গস।
ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ২৫
ম্যাচের মাত্র ২টিতে গোল হজম
করেনি। বাকি ২৩ ম্যাচে ৩৬ গোল
জড়ায় ম্যানইউর জালে। চাপে
আছেন রেড ডেভিলদের কোচ
সুলশার । ২০১৮ সালে মৌসুমের
প্রথম ১৭ ম্যাচে মাত্র ২৬ পয়েন্ট
সংগ্রহ করায় বাদ দেয়া হয় হোসে
মরিনহোকে। সামনের তিন ম্যাচে
জিতলে সুলশারের দলের সংগ্রহ
দাঁড়াবে ২৭ পয়েন্ট। আর কোনো
ম্যাচ ড্র করলে বা হারলে
মরিনহোর চেয়েও বাজে শুরু হবে
সুলশারের ম্যানইউয়ের।
ম্যাচশেষে সুলশার বলেন, ‘আমরা
অনেক ম্যাচে এগিয়ে থেকেও পূর্ণ
পয়েন্ট নিয়ে শেষ করতে পারিনি।
যদি ঐ ৬-৭ ম্যাচ জিততে পারতাম
তাহলে আমরা তালিকায় ভালো
স্থানে থাকতাম।’