April 20, 2024, 1:48 am

নাটকীয়তার পর বার্সেলোনাতেই থাকছেন সুপারস্টার মেসি

অনলাইন ডেস্ক:
অবশেষে নাটকের অবসান। মেসি বার্সেলোনাতেই থাকছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে, ২০২১ সালের জুন পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বার্সেলোনায় থাকার বিষয়ে কাতালান ক্লাবটির কাছে একটি বিবৃতি পাঠিয়েছেন মেসি।তবে সেই বিবৃতিতে তিনি কী বলেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আইনি ঝামেলা এড়াতেই এমন সিদ্ধান্ত ছয়বারের বর্ষসেরা ফুটবলারের। মেসির সঙ্গে বার্সেলোনার অঘোষিত এই ‘যুদ্ধের’ মূল বিষয় ছিল ৭০ কোটি ইউরোর রিলিজ ক্লজ। ২০১৭ সালে মেসির সঙ্গে বার্সেলোনার সর্বশেষ চুক্তিতে এই মূল্য নির্ধারিত হয়। তবে এর সঙ্গে জুড়ে দেয়া হয় বিশেষ শর্ত- চাইলেই মৌসুম শেষে মেসি অন্য ক্লাবে যোগ দিতে পারেন। সেজন্য মেসিকে ক্লাব ছাড়ার ঘোষণা দিতে হবে ১০ই জুনের মধ্যে। কিন্তু করোনা মহামারির কারণে ২০১৯-২০ মৌসুম শেষ হয় আগস্টের মাঝামাঝি সময়ে। মেসির আইনজীবীদের দাবি ছিল, ২০১৯-২০ মৌসুম শেষ হতে দেরি হওয়ায় মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর সময়টাও তাই পিছিয়েছে। বার্সেলোনা সেসব যুক্তি আমলে নেয়নি। মেসিকে আটকাতে ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজের বিষয়টি সামনে নিয়ে আসে তারা। মেসির ট্রান্সফার ফি নিয়ে বার্সেলোনার সমর্থনে বিবৃতি দেয় লা লিগা কর্তৃপক্ষও। সাধারণত কোনো খেলোয়াড়ের ক্লাব ছাড়ার বিষয়ে লীগ কর্তৃপক্ষকে মন্তব্য করতে দেখা যায় না। কিন্তু মেসির মতো সর্বকালের সেরাদের কেন হারাতে চাইবে লা লিগা? তারাও বার্সেলোনার সঙ্গে সুর মিলিয়ে বিবৃতি দেয়, ফ্রিতে নয়, ৭০ কোটি রিলিজের বিনিময়েই মেসিকে ক্লাব বদল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :