May 7, 2024, 11:00 pm

কলমের কালিতে লেখার শক্তি কতটা তিব্রতা?

দৈনিক পদ্মা সংবাদ।

লেখক, সাংবাদিক, বা যে নামেই পরিচিত আসলে বর্তমানের বাস্তবতা বড়ই কঠিন। এই সাংবাদিকতা অপর নাম মৃত্যু। একজন সাংবাদিক জানেন তার জীবন কতটা নিরাপদ আশ্রয়ে? সমাজের কালো চেহারায় লুকিয়ে থাকা মানুষের কথা লেখার সাহস হারিয়ে গেছে।

বড় বড় মসাইদের কথা লেখতে গেলেই হেনস্থা শিকার হতে হচ্ছে প্রতি পদে পদে।একজন সাংবাদিক বা লেখক কেবল দেশ,জাতি, মানবতার কথা লেখার মাধ্যমে মানুষের কাছে প্রতি দিন প্রতিক্ষন পৌঁছে দেওয়া হচ্ছে।

সবচেয়ে বেশি ভুমিকা রাখে মাদকের বিরুদ্ধে অন্তরালের লুকানোর বিষয় হাতিয়ার হয়ে গর্জে উঠে এই সাংবাদিক যা সমাজের আয়নার উপাধি প্রদান করেন অনেক জ্ঞানী ব্যক্তিগণ।

কিন্তু বর্তমানে সবচেয়ে নির্যাতিত এই পেশার মানুষ গুলো। কেও কেও নিজের খেয়ে বনের মোষ তাড়ানো মতোই।
অনেকেই পেশাদার সাংবাদিক না কেবলমাত্র সখের বসে নিজের জ্ঞান কাজেই লাগিয়ে প্রতি নিয়মিত লিখেছেন।

খবরে কাগজের পাশাপাশি এখন অনলাইন নিউজ পোর্টাল আবিষ্কার হয়েছে। যার শক্তি অনেক তীব্র গতিতে খবরের কাগজ সময়ের অপেক্ষা রাখে কিন্তু বর্তমানে আধুনিক বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গুলো এই অনলাইনের মাধ্যমে নিজেদের অর্থ বিলিন করে এই অনলাইনের সাংবাদিক পেশায় লেখে যাচ্ছেন।

তাতে অনেক তীব্র গতিতে কমতে শুরু করেছে দুর্নীতি, মাদক, চোরাচালান ও নানাবিধ কুকর্মের মত অপরাধ।
এখন প্রতি এক’শ জনার মাঝে ৮০% মানুষের হাতে মুঠো ফোন খুব সহজে জানতে ও পড়তে পারছে যখনই ঘটনা তখনই।
কোন সংবাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে না ৭/৮ ঘন্টা।

অনলাইন নিউজ পোর্টাল আবিষ্কার হয়েছে বলে আজ মানুষ এটা থেকে অনেক কিছুই জানতে পারছে।

শেখ ইব্রাহিম হোসেন।
বার্তা-সম্পাদক, দৈনিক পদ্মা সংবাদ।
ফোন : ০১৯৩০৮৫৬৯১৭
ই-মেইল : [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :