May 20, 2024, 6:26 am

স্বৈরশাসকদের সহিংস থাবা থেকে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে : জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচারী-উগ্রপন্থীদের সহিংস থাবা মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।
তিনি আজ একটি ভিডিও কনটেন্ট আপলোড করার পাশাপাশি তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ফেসবুক পোস্টে এটি লিখেছেন।
জয় লিখেছেন, “১৯৭১ সালে পাকিস্তানিদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার পর বাংলাদেশ আরও অনেক বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে পাকিস্তানি ধাঁচের স্বৈরাচার শুরু হয়।’
তিনি বলেন: “মোশতাক, জিয়া ও এরশাদ তাদের দুঃশাসনকে বৈধতা দিতে আইয়ুুব-ইয়াহিয়ার পদ্ধতি অবলম্বন করে দেশের গণতন্ত্রকে বিভ্রান্ত করেছেন।”
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে দেশের রাষ্ট্রপ্রধানের সমর্থনে দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, যত দিন যাচ্ছে, বাংলাদেশের জনগণ গোলামী করার আকাক্সক্ষা থেকে দেশকে শুদ্ধ করেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :