April 28, 2024, 3:29 am

জীবন নদীর মোহনায়!

রাশিদা-য়ে আশরার।
জীবন বয়ে চলা এক খরস্রোতা নদীর নাম
আলো আঁধারে- নিত্য বয়ে চলায় যার নিয়ম;
সময় স্রোতে নিজ গতিতে ভাসিয়ে নিয়ে যায়
চেনা মুখ- চেনা সুর, সুখ- শান্তি, প্রিয়জন!
কত পরিণত প্রেম পূর্ণতা পায় এ বসুন্ধরায়
কত ভালোবাসা- প্রেম নিরবে নিভৃতে কাঁদায়;
সময়ের পরিক্রমায় তাও একদিন হারিয়ে যায়
জীবন সৈকতে দোলা দেয়- অজানা ব্যথার ঢেউ!
তবুও আশারা জাল বিছিয়ে স্বপ্ন উপত্যকায়
বসবাস করে হৃদয় পলিতে- মনের অববাহিকায়;
সুদীর্ঘ প্রতীক্ষার প্রহর ভেঙে, আসে মৃত্যু প্রলয়
সময়ের সংলাপে ভেসে- জীবন নদীর মোহনায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :