April 27, 2024, 2:44 pm

দর্শনায় ঘাতক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

সড়ক-মহাসড়কের অবৈধভাবে ইট, বালু ও মাটি বহন করে দানব আকৃতির ট্রাক্টর চলে দ্রুত গতিতে। এদের লাগাম টেনে ধরবে কে?

মোঃ আব্দুর রহমান অনিক।।

চুয়াডাঙ্গার দর্শনা ঘুঘুডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলামিন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে ।

রবিবার (০৩জুলাই) সকালে দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র আলামিন দর্শনা রামনগর তালতলার মোঃ আশরাফুল ইসলামের ছেলে।

দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ।

প্রত্যক্ষদর্শী ও দর্শনা থানা পুলিশ সূত্রে জানা যায় , সকাল ৯ টার দিকে বালি বোঝাই করে ট্রাক্টরটি কুড়ুলগাছি গ্রামে যাওয়ার সময় দর্শনা মুজিবনগর সড়কে রামনগর নামক স্থানে আলামিন বাইসাইকেল নিয়েও রাস্তা পার হতে গেলে বালি বোঝাই করা ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় ঘটনা স্থানে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলামিন ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক পদ্মা সংবাদকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক্টর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, ঘাতক ট্রাক্টরটি জব্দ করে দর্শনা থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের কাজ সম্পন্ন হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা করা হয়নি। থানায় আটককৃত বালি বোঝায় করা দর্শনা এন্টারপ্রাইজ নামের ঘাতক ট্রাক্টরটি দর্শনা আকন্দবাড়িয়ার গ্রামের মোঃ ফরোজ আলীর।

 

 

 

 

 

 

 

বিশেষজ্ঞ ও সচেতন মানুষ বলছেন, অবৈধভাবে মহাসড়কে ইট, বালু ও মাটি বহন করে অবাধে দ্রুত গতিতে  চলাচল করে দানব আকৃতির   ট্রাক্টর যান।

প্রতিনিয়ত মাটি বহনের সময় তা রাস্তায় পড়ছে। সামান্য বৃষ্টিতেই কাদামাটিতে রাস্তা চলাচলের অযোগ্য হওয়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি চালক অদক্ষ হওয়ায় এসব যানের কারণে দুর্ঘটনা দিনদিন বেড়েই চলছে।
প্রয়োজনে অবৈধ এসব যানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক প্রদেক্ষপ নেওয়া দরকার প্রশাসনের।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :