May 10, 2024, 9:51 pm

আটোয়ারীতে সাইয়ান কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন করলেন এমপি মুক্তা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫ হাজার টন আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা নিয়ে সাইয়ান কোল্ড স্টোরেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া(মুক্তা)। শুক্রবার ( ০৮ মার্চ) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থিত সাইয়ান কোল্ড স্টোরেজে চলতি বছরে আলু সংরক্ষণে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা) মেইন ফটকে লাল ফিতা কেটে এবং সুইস টিপে সাইয়ান কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন করেন। পরে কোল্ড স্টোরেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাইয়ান কোল্ড স্টোরেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুজ্জোহা আর আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া(মুক্তা)’র সহধমর্ীনি অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী, জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, বলরামপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ,সহযোগি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ , এলাকার বিপুল সংখ্যক আলু চাষি ও ব্যবসায়ী সহ সুধীজন উপস্থিত ছিলেন। এসময় সাইয়ান কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী বলেন, নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত এলাকার মানুষের ব্যাপক সহযোগিতার কারণে এ মৌসুমে উদ্বোধন করা সম্ভব হলো। এই কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা ৫ হাজার টনের অধিক। এই কোল্ড স্টোরেজটি নির্মাণ হওয়ার কারণে এলাকায় আলু চাষ বৃদ্ধি পাবে। প্রায় শাতাধীক লোকের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উন্নয়ন ঘটবে। আলু চাষি ও ব্যবসায়ীরা এখান থেকে সর্বাধিক সুযোগ সুবিধা পাবেন। আলোচনা শেষে আলু চাষীরা ও পাইকারেরা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :