May 2, 2024, 10:06 am

যাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বিলওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি তার বাবা আসিফ আলি জারদারিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিলওয়াল বলেন, তিনি আমার বাবা সে জন্য এটা চাচ্ছি না। পাকিস্তান বর্তমানে গভীর সংকটে। তাই এই মুহূর্তে যিনি যথাযথ কাজটি করতে পারবেন তিনি হলেন আসিফ আলী জারদারি। পাকিস্তানের রাষ্ট্রপতি হতে পারেন জারদারি এক প্রশ্নের জাবাবে পিপিপি নেতা বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত দেশের কথা চিন্তা করা ও বিভাজন থেকে সরে আসা। তাছাড়া প্রধানমন্ত্রী হওয়া দাবি থেকেও সরে এসেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভু্ট্টো জারদারি। তিনি জানিয়েছেন, পিপিপি প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পিএমএল-এন-কে সাহায্য করবে; কিন্তু তারা সরকারের অংশ হবে না। এমনকি কেন্দ্রীয় সরকারে কোনো মন্ত্রীও তাদের দল থেকে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :