May 2, 2024, 10:15 am

জাপানে নিজেদের শেষ ম্যাচে গাম্বার মুখোমুখি মেসিরা

নতুন মৌসুমে শুরুর আগে জাপান সফরে শেষ ম্যাচে সোমবার (২৫ জুলাই) গাম্বা ওসাকার মুখোমুখি হবে পিএসজি। জাপানের সুইতা সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করছে প্যারিসিয়ানরা। নতুন মৌসুমে কঠিন চ্যালেঞ্জ বাজিমাত করার লক্ষ্যে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের জন্য। কাওয়াসাকি ও উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে জয়ে ভালো প্রস্তুতি সেরে নিয়েছেন মেসি নেইমাররা।

এবার গাম্বা ওসাকার বিপক্ষে জয় দিয়ে জাপানে প্রস্তুতি পর্বটা আরও রাঙাতে চায় পিএসজি। তাই ওসাকায় সতেরো হাজার ভক্তদের সামনে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে প্যারিসিয়ানরা। জাপান সফরে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশনে শেষ ম্যাচেও জয়ের প্রত্যাশা গালতিয়ের বাহিনীর।
জাপান সফরের প্রথম ম্যাচে টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে কাওয়াসাকিকে ২-১ গোলে হারায় তারা। জাপানে এবারের সফরে সেটা ছিল পিএসজির প্রথম ম্যাচ। যে কারণে মেসি-নেইমারদের দেখতে অধীর অপেক্ষায় ছিল সূর্যোদয়ের দেশের ফুটবলপ্রেমীরা। যে ম্যাচে প্যারিসের ক্লাবটির হয়ে ম্যাচে শুভসূচনা করেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। প্রথমার্ধে তার গোলে এগিয়ে যায় ফরাসির ক্লাবটি।

মেসি ছাড়াও গোলের দেখা পেয়েছেন তরুণ আরনর্ড কালিমুন্দো। দুই গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান কমায় জাপানের ঘরোয়া ফুটবলের সেরা ক্লাব কাওয়াসাকি।

প্রাক-মৌসুম প্রস্তুতির দ্বিতীয় ম্যাচে জাপানের উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারায় তারা। আর্জেন্টাইন তারকা মেসি গোল করতে না পারলেও কিলিয়ান এমবাপ্পে ঠিকই জালের দেখা পেয়েছেন এ ম্যাচে। ফরাসি তারকা ছাড়াও ম্যাচে বাকি দুই গোল আসে পাবলো সারাবিয়া ও কালিমুন্দোর পা থেকে।

১০ দিনের সফরে জাপানে এসেছে ফরাসি ক্লাবটি। গাম্বা ওসাকার বিপক্ষে ম্যাচ শেষে ইসরাইলে যাবে পিএসজি। সেখানে ফরাসি সুপার কাপে নঁতের বিপক্ষে লড়বে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :