May 19, 2024, 2:23 am

চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মতো খাবার পানি ও স্যালাইন নিয়ে পথচারী মানুষের পাশে দাড়িয়েছে বহুমুখী মানব কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক ।। চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মতো খাবার পানি ও স্যালাইন নিয়ে পথচারীদের পাশে দাড়িয়েছে বহুমুখী মানব কল্যাণ সংস্থা। স্বরণকালের তীব্র তাপদহে হাজার হাজার পথচারী যখন নিদারুণ কষ্টে রয়েছে। সেই সময় কষ্ট নিবারণের জন্য খাবার পানি ও স্যালাইন নিয়ে এগিয়ে এসেছে বহুমুখী।

গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটি হাজারো তৃষ্ণাত্ব মানুষের পিপাসা নিবারনের জন্য শহরের হাসান চত্বরের পুলিশ বক্স ও একাডেমি মোড়স্হ সারা ভবনের সামনে বোতলজাত খাবার পানি ও স্যালাইন সরবরাহ করছেন। এ উপলক্ষে বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে তৃতীয় দিনের বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, কৃষি ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সাবেক ব্যাবস্হাপক জাহিদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংস্হার নির্বাহী পরিচালক বিপুল আশরাফ, দামুড়হুদা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাইফুন নাহার ইপসি, টিএসআই মোমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, চুয়াডাঙ্গা পরিবারের চিফ এ্যাডমিন আরিফ হোসেন, কো অডিনেটর নাঈম সরোয়ার প্রমুখ।

গত তিন দিনে দুটি বুথ থেকে প্রায় ৫ হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি ও ৩ হাজার পিস স্যালাইন বিতরণ করা হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :