দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে একটি বসত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।এতে ঘরের আসবাবপত্র,দুটি ছাগল, একটি নসিমন গাড়িসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। বুধবার(৪ নভেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শুনু মিয়ার ছেলে রনি মিয়ার বসত বাড়িতে দুপুর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।।