July 27, 2024, 8:46 am

আটোয়ারীতে রাধানগর ইউনিয়নের সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাধানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় ওই ইউনিয়নের প্রায় সোয়া পাঁচ হাজার সুবিধাভোগী নাগরিক অংশগ্রহণ করেন। সোমবার ( ০৬ নভেম্বর) উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু জাহেদ সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ,পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ পঞ্চগড়ের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামু’র সঞ্চালনায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আনোয়ার সাদাত স¤্রাট প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঈশ^র চন্দ্র বর্মন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদান করে শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান। বক্তারা বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে দেশে আরো উন্নয়ন হবে। আরো ব্যাপক সংখ্যক মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে ভাতার সংখ্যা ও ভাতার হারও বৃদ্ধি হবে। রাধানগর ইউনিয়ন পরিষদের দেওয়া তথ্যমতে, ৪নং রাধানগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সামাজিক নিরাপত্ত¡া বেষ্টনীর আওতায় ১০০৬ জন বয়স্ক ভাতা, ৪২৬ জন বিধাব ভাতা, ৪৭০ জন প্রতিবন্ধী ভাতা, ৯৯ জন মাতৃত্বকালীন ভাতা, ৯৬৩ জন রেশন কার্ড, ১২০৬ জন টিসিবি কার্ড, ৩৬৭ জন ভিজিডি কার্ড, ৫২৬ জন ভিজিএফ, অনগ্রসর বিশেষ বয়স্ক ভাতা ০৪ জন, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ভাতা ১০ জন, অনগ্রসর প্রতিবন্ধী শিক্ষা ভাতা ১৬ জন, কেয়ার/ আর ই আর এম পি-০৩ প্রকল্পের আওতায় ১০ জন, মুক্তিযোদ্ধা ভাতা ৬৭ জন ও আশ্রয়ন প্রকল্প উপকারভোগী ৮৬টি পরিবার, মোট ৫,২৫৫ জন সরকারের সহযোগিতা পাচ্ছেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ, বলরামপুর ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব,সদস্যবৃন্দ সহ কর্মচারীবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :