অনলাইন ডেস্ক।
বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করলেন শাহরুখ খান ৷ আশা ছিল খুব তাড়াতাড়ি জামিনে মুক্তি পাবে ছেলে, কিন্তু একের পর এক শুনানির পরে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়েছে। ভিডিও কলে এর আগে কথা বললেও এবার সশরীরে ছেলের সঙ্গে দেখা করতে জেলে এলেন বাবা শাহরুখ খান
গত ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি । তারপর এনসিবি-র হেফাজতে থাকার সময় একবার ছেলের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান। এদিন সকালে আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছন শাহরুখ ৷
মাদক কাণ্ডে বুধবার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ করেছে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত (Aryan Khan bail plea rejected)৷ আরিয়ানের সঙ্গেই তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছেন বিচারক ৷ বিশেষ এনডিপিএস আদালত আবেদনে সাড়া না দেওয়া আরিয়ানের জামিনের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁর আইনজীবী ৷
গত ৩ অক্টোবর মুম্বই উপকূলের কাছে একটি প্রমোদতরী থেকে আরিয়ান খান (Aryan Khan Drug Case) সহ বেশ কয়েকজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ আরিয়ান (Aryan Khan) জেল থেকে মুক্তি পাবেন কি না, এ দিন সেই রায় দেওয়ার কথা ছিল মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতের৷ শেষ পর্যন্ত অবশ্য ২৩ বছর বয়সি আরিয়ানের জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক৷
জামিনের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই বলেন, ‘কী কারণে জামিনের আর্জি খারিজ হল, আমাদের তা জানানো হয়নি৷ ‘
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওই প্রমোদতরীতে পার্টি চলাকালীন বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে ড্রাগ নিয়ে আরিয়ানের চ্যাট আদালতে জমা দিয়েছে এনসিবি ৷ পাশাপাশি বেশ কয়েকজন মাদক পাচারকারীর সঙ্গে আরিয়ানের চ্যাটও জমা দেওয়া হয়েছে৷
আরিয়ান খানের গ্রেফতারি এবং তাঁর জেল বন্দি থাকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক জলঘোলাও শুরু হয়ে গিয়েছে৷ শিবসেনা নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী কিশোর তিওয়ারি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করে বিষয়টি শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন৷ তাঁর অভিযোগ, আরিয়ান খানের মৌলিক অধিকার খর্ব হচ্ছে ৷ শুধু তাই নয়, এনসিবি-র এক অফিসারের প্রতিহিংসা পরায়ণ হয়েই আরিয়ানকে ফাঁসিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি৷
সুত্র: নিউজ এইটটিন।
Leave a Reply