দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।। ‘মাদককে না বলি, খেলা ধুলায় মনোনিবেশ করি’ এই স্লোগানকে সামনে রেখে
দর্শনা আজমপুর ডিফেন্স ক্লাব আয়োজনে
মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮ টার দিকে দর্শনা আজমপুর ইটভাটার মাঠে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করেন। ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় ৩ ট্রাইবেকারের ব্যবস্থা করা হয়।
ফাইনাল খেলায় মামা ভাগ্নে একাদশকে টাইব্রেকারে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন হয় দর্শনা তৃষা গার্মেন্টস একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, দৈনিক পদ্মা সংবাদ বার্তা সম্পাদক ও দর্শনা থানা প্রেস ক্লাবের সহ সভাপতি শেখ ইব্রাহিম ইবু, দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু,দর্শনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল, দর্শনা রেল বাজারের বিশিষ্ট কাপর ব্যবসায়ী ও তৃষা গার্মেন্টসের স্বত্বাধিকারী মোঃ সোলেমান মিয়া,দর্শনা রেল বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী খন্দকার জহিরুল ইসলাম,
কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যুগ্ম-সম্পাদক খবির উদ্দিন, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির ক্যাশিয়ার মোঃ বিল্লাল হোসেন , দৈনিক পদ্মা সংবাদের দর্শনা প্রতিনিধি মোঃ আব্দুর রহমান রয়েল সহ প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় খেলোয়াড় হিসাবে তৃষা গার্মেন্টসের পক্ষে অংশগ্রহন করেন অন্তুু, সাগর, সবুজ,রুবেল, রিয়াজ,আরিফ আবির। অন্যদিকে মামা ভাগ্নে একাদশ হয়ে অংশগ্রহন করেন,শিহাব,সুমন, মহব্বত, লিটন, শামীম, ইমরান, জিহাদ।
খেলাটি পরিচালনা করেন রাজিব আহম্মেদ । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মনিরুজ্জামান মিঠু। ধারাভাষ্য ছিলেন প্রিতম।
সার্বিক সহযোগীতায় রয়েছেন,সালাউদ্দিন, সকু, স্বপন, উৎসব,অন্তর,স্বপ্নীল, অলক,জীবন, বাঁধন, মিরাজ, মুন্না, শুভ।।
Leave a Reply