July 27, 2024, 8:25 am

আটোয়ারীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ীতে এক অগ্নিকান্ডে গরু-ছাগল,ধান-চাউল সহ বিভিন্ন আসবাবপত্র ভূষ্মিভুত হয়েছে। অগ্নিকান্ড থেকে রেহাই পায়নি গবাদি পশুগুলো। মঙ্গলবার(১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ (থানা মসজিদ সংলগ্ন ) গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাহেরুল ইসলাম প্রতিদিনের মতো দুটি গোয়ালঘরে পৃথক পৃথকভাবে দেশী ও বিদেশী গরু রাখেন। আধাপাকা গোয়ালঘরে রাখতেন মালামালসহ দুটি খাসি ও দেশী তিনটি গরু ,আর পাকা গোয়ালঘরে রাখতেন বিদেশী গরুগুলো। মঙ্গলবার(১৫ মার্চ) রাতে হঠাৎ করেই আধাপাকা গোয়াল ঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আধাপাকা গোয়ালঘরে রাখা মালামালসহ গবাদিপশু গুলো অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এদিকে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে গোয়ালঘরে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মশার কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। অপরদিকে পাকা গোয়ালঘরে রাখা বিদেশী গরুগুলো অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিম সহ জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :