July 27, 2024, 5:40 am

আটোয়ারীতে প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। ‘ পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন- প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার ( ১৬ ফেব্রæয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রাণি সম্পদ দপ্তরের উন্নয়ন সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ( ভিএস) ডা. শামীমা বেগম । উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এ প্রাণিসম্পদ প্রদর্শণীতে ৫০টি স্টলে আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারীরা তাদের পালিত হাঁস-মুরগী, গরু-ছাগলসহ বিভিন্ন রকম পশু-পাখি প্রদর্শণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :