July 27, 2024, 5:51 am

আটোয়ারীতে বার্ষিক উন্নয়ন কর্মসুচির দাখিলকৃত দরপত্র লটারীর মাধ্যমে নির্বাচন

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় ২০২১ – ২০২২ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১৫মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/ কালভার্ট নির্মাণ প্রকল্পের পঞ্চগড় এবং আটোয়ারী উপজেলায় দাখিলকৃত দরপত্র সমুহ লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার(১০ ফেব্রæয়ারি) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রকাশ্য লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে প্রাপ্ত তথ্যমতে, তোড়িয়া ইউনিয়নের বোধগাও হতে প্রেমগঞ্জ যাওয়ার রাস্তায় বোধগাঁও নয়াপাড়া তোহিদুলের বাড়ীর উত্তর পার্শ্বে খালের উপর ব্রীজে ৫০ ফুট দৈর্ঘের সেতু নির্মাণের প্রাক্কলিত মূল্য ৬৯,৩১,৩১১/-টাকা। লটারীর মাধ্যমে প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের মেসার্স প্রধান এন্টারপ্রাইজ ,দ্বিতীয় হয়েছেন আটোয়ারীর মেসার্স কমলেশ ট্রেডার্স। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর নেতৃত্বে লটারী পরিচালনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ, বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :