July 27, 2024, 2:05 pm

আদালত!

রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।

আদালত পৃথিবীর নেই কোন আদালত- উচ্চ আদালত,
শাস্তি হতে পারে রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের; শাস্তি হতে পারে ১৫-ই আগস্টের জালিম অকৃতজ্ঞ দের;
শতবার ফাঁসি কাষ্ঠে ঝোলালে ওদের হবে না সুবিচার!
ওদের বদ রক্ত দিয়ে হয় মানুষের অকল্যাণ-হয়
পতনের নষ্ট ইতিহাস;
ওদের রক্তে বিষ বাষ্প- নিঃশ্বাসে ভাইরাস,অস্তিত্বে দুরারোগ্য ক্যান্সার;
স্পর্শে বাংলার মানুষ, মাটি, আকাশ বাতাস পুড়ে ছারখার!

এই স্বাধীন বাংলার পাদদেশে পতনের নষ্ট ইতিহাস;
৭৫- এর ১৫-ই আগস্টের কালরাত্রির জন্ম- নৃসিংহ নির্মম হত্যাকাণ্ড ঝরেছিল কতগুলো নিষ্পাপ প্রাণ;
কি দোষ করেছিল সেদিন বঙ্গবন্ধুর সহধর্মিণী?
পুত্র বধূ গণ,অথিতিবৃন্দ-আদরের ছোট রাসেল পাইনি ক্ষমা সেই রাত্রির শেষ শিকার!
প্রতিটি আত্মা তোদের অভিশাপ দেয়-ওরা করবে না ক্ষমা তোদের,
যতক্ষণ না সাজা হয়- ফাঁসির রায় হয় কার্যকর!
জ্বলবি তোরা অনন্ত কাল দগ্ধ ভষ্মিভূত- হবি অভিশপ্ত ;
বাংলার কোন জমিনে তোদের ঐ অপবিত্র শরীরের
হতে পারে না শেষ ক্রিয়া- গোসল,জানাজা দাফন;
গতানুগতিক প্রক্রিয়ায় পাবি গণতান্ত্রিক অধিকার!

লাখো শহীদের রক্তে শ্রমে ঘামে অর্জিত বিজয়,
বীরাঙ্গনাদের আত্মত্যাগ;
করলি কলঙ্কিত স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস;
বাঙালির মাথা নিচু, জাতীয় পতাকা হল অর্ধনমিত!
তোদের ঔরশজাত অসংখ্য কিট করছে কিলবিল
বংশপরম্পরায়…
তোদের পাপাত্মাকে তুষ্ট করার জন্য কি অভাব হয়েছিল কি জন্তু-জানোয়ার,
খুঁজে পেয়েছিলি জাতির জনকের বুকের তাজা রক্ত?

যিনি বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য- স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য- অকাতরে স্বেচ্ছায়,
বিলিয়ে দিয়েছেন নিজের জীবনের মূল্যবান সময়;
যে মানুষটি বুকের পাঁজরে সুখ করেছেন দাফন;
দফায় দফায় খেটেছেন জেল প্রায় ১৪-টি বছর !
অস্ত্রের মুখে জিম্মি করে- ক্ষমতার লোভ দেখিয়ে
মুক্তিকামী যে মানুষটিকে করতে পারিনি গ্রাস,
স্বাধীনতার চেতনায় বিভোর বঙ্গবন্ধু, এক পা ও টলাতে পারিনি জিন্নার আদালত!
অথচ স্বাধীন দেশের মুক্ত আলো- আবহাওয়াই,
একটি মেয়াদ ও দিলি না তাঁকে করতে অতিক্রম?
মনুষ্যত্বের ফুলে-বিবেকের আলো জ্বেলে করতি বিচার,
অমানুষের দল ঝেড়ে ফেল মানুষ নামের পোশাকি আবরণ;
তোরা মানুষ নস জনসংখ্যা- লেবাসধারী, আগাছা অরণ্য- এই সমাজের জঞ্জাল নরকের কীট;
তোদের জন্য অপেক্ষা করছে জানিস স্রষ্টার আদালত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :