July 27, 2024, 9:39 am

এই সেই রুক্ষ মাটির গাছ!

 

সুনীতি প্রসাদ মন্ডল।

 

দু’হাতে দগদগে ঘা নিয়ে কঠিন পাথর ভেঙে ভেঙে বীজ বপন
সেই ক্ষণটা ছিল আর্তনাদের ।
মা যেমন সন্তান ভুমিষ্টে আর্তনাদ করেন , মানুষের কল্যাণে প্রতিনিয়ত অধিকার বঞ্চনায় যারা ব্যক্ত অব্যক্ত যন্ত্রনায় ককায় তাঁদেরই গর্ভসূত এই মানব অধিকার কাউন্সিল । সংগ্রাম মিত্র তার ও তার সহযোগী দু’চারজন তাঁদের সংগ্রামী সাধনায় আজকের দিনে (জন্মদিন) সেই রুক্ষ মাটির গাছে ফুল ফোটানোর শপথ নিয়েছিলো ।
সে গাছে ফুল ফুটেছে,এই ফুলের সুবাতাস সুসৌরভে
মুগ্ধ কিছু মানুষ আজ অধিকার রক্ষার লড়াই এ আশ্রয় খুঁজে পেয়েছে | সেদিনের সেই পাথর ভাঙা গাছের নীচে ।
সবাই এগিয়ে আসুন, আমরা নিজেকে মানুষ ভাবি —
” মানুষের জন্যে , সমাজের জন্যে, প্রকৃতি ও সকল জীবজগৎ সর্বোপরি পৃথিবীর জন্যে ।”
শুভ জন্মদিন –” আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল ”
। জয় হো।
সুনীতি প্রসাদ মন্ডল
সহ সভাপতি ,
ICHFR কেন্দ্রীয় কমিটি I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :