July 27, 2024, 8:48 am

ওমিক্রনের হাত ধরে আছড়ে পড়তে পারে বেশ বড় মাপের তৃতীয় ঢেউ, আশঙ্কা চিকিৎসক মহলের

অনলাইন ডেস্ক।

ওমিক্রনের গতিবিধি যা বোঝা যাচ্ছে তাতে বেশ বড় তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে মুম্বই সহ গোটা রাজ্যে। কার্যত ভয়াবহ আশঙ্কার কথা শোনালেন কোভিড-১৯ টাস্ক ফোর্সের সদস্য ডঃ শশাঙ্ক যোশী। কিন্তু কেন এই আশঙ্কা প্রকাশ করছেন তিনি? মূলত যেটা বলা হচ্ছে আচমকাই সংক্রমণের হার প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এটাই তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত বলে মনে করছেন চিকিৎসকরা।

এদিকে বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৫ হাজার ৩৬৮জনের কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। বুধবারের তুলনায় একলাফে প্রায় ৩৮ শতাংশ বেড়ে গিয়েছে কোভিডের সংক্রমণ। এদিকে মুম্বইয়ের পরিস্থিতিও উদ্বেগজনক। বৃহস্পতিবার মুম্বইয়ে সংক্রমণ ছিল ৩৫৫৫জনের। আগের দিনের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেড়ে গিয়েছে সংক্রমণ। এদিকে গোটা রাজ্য়ের সংক্রমণের ৬৬ শতাংশই রাজ্যে হয়েছে।

এদিকে ওমিক্রন সংক্রমণের নিরিখেও ভয়াবহ ছবি মহারাষ্ট্রে। সেখানে ওমিক্রন সংক্রমণের সংখ্যা ৪৫০ স্পর্শ করেছে। শুধু বৃহস্পতিবারই ১৯৮টি নতুন করে সংক্রমণ হয়েছে। এদিকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওমিক্রন রোগীরা আগেই বিদেশ ভ্রমণ করে এসেছেন। তবে কিছু রোগী আবার বিদেশ ভ্রমণ না করেও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

তবে অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার সুরেশ কাকানি বলেন, একটা বড়সর তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। তবে হাসপাতালে ভর্তি হার সেভাবে না হতে পারে। মহারাষ্ট্রের জাতীয় হেলথ মিশনের অ্য়াডিশনাল ডিরেক্টর ডঃ সতীশ পাওয়ার বলেন, আমাদের মনে হচ্ছে ৬৫ শতাংশ ক্ষেত্রে রোগীদের

হোম আইশোলেশনে রাখতে হবে। ৩৫ শতাংশ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করার দরকার রয়েছে। দ্বিতীয় ঢেউয়ের তুলনায় প্রায় দেড়গুণ তৈরি থাকার জন্য সমস্ত রাজ্য সরকারকে বলা হয়েছে।

সুত্রঃ হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :