August 19, 2022, 6:05 pm

কভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবল নিহত

অনলাইন ডেস্ক।।
খুলনায় কভার্ডভ্যানচাপায় দীপক (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-যশোর মহাসড়কে নগরীর খানজাহান আলী থানার বাদামতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপকের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তিনি শিরোমনি রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান,সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-যশোর মহাসড়কে নগরীর খানজাহান আলী থানার বাদামতলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন পুলিশ কনস্টেবল দীপক।
এসময় তকে একটি কভার্ডভ্যান চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক পুলিশ কনস্টেবল দীপককে মৃত ঘোষণা করেন।।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :