July 27, 2024, 6:47 am

কাজিপুরে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী পালিত

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

সোমবার (২১শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা ও শ, শ সংগঠনের পতাকা উত্তলন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা সদর শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা যুবলীগ,উপজেলা সেচ্ছাসেবকলীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা, আলহাজ্ব মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বাংলার রাখাল রাজা বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, সহ-প্রচার সম্পাদক শওকত আকবর।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাজিপুর উপজেলা মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আফিয়া আফরোজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :