July 27, 2024, 10:16 am

কৃষ্ণচূড়ার লাল রং!

রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।

কৃষ্ণচূড়ার ওই লাল রং দেখে মনে পড়ে,
সাত কোটি বাঙালির আত্মত্যাগের কথা!
রফিক, শফিক, জব্বার, সালাম, বরকতের
রক্তে রঞ্জিত শার্ট;
এলোমেলো কেশ রুক্ষ জীর্ণশীর্ণ চেহারা;
আর ছেড়া পাদুকার কথা!
লক্ষাধিক মা-বোনের সম্ভ্রম হারানোর কথা;
শহীদ জননী জাহানারা ইমামের-
সন্তান হারানো ব্যাথা বেদনার কথা!

কৃষ্ণচূড়ার ওই লাল রং দেখে মনে পড়ে,
২৬- শে মার্চ ভয়াল রাতে বাঙালির উপর
অতর্কিত হামলা;
বুদ্ধিজীবীদের উপরে স্টিমরোলার চালিয়ে
বর্বরোচিত হত্যার কথা!
ঘোষিত- ঘোষিত মুক্তিযোদ্ধাদের কথা,
দীর্ঘ নয় মাস কঠিন সংগ্রামের পর অর্জিত
বিজয়গাথা- এই লাল-সবুজ পতাকার কথা!
২০২০
(অস্থির সময়ে ক্লান্ত পাখিরা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :