July 27, 2024, 10:16 am

কোটচাঁদপুরে ডাবল মার্ডারের সঙ্গে জড়িতরা এখনো অধরা কেন ?

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে ডাবল মার্ডারের ঘটনায় আরও ১ জনকে আটক করেছে পুলিশ। সকালে শহরের সলেমানপুর এলাকা থেকে আব্বাস আলী নামের ওই যুবককে আটক করা করা হয়। এনিয়ে আটক করা হলো দুই জনকে। তবে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও নিহতের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। হামলার সঙ্গে জড়িত আমিরুল ও আশরাফুলকে এখনো পুলিশ ধরতে পারেনি। এই সন্ত্রাসী চক্র কোটচাঁদপুরের হাট বাজার নিয়ন্ত্রন করতো। হত্যার পর থেকে তারা চাচা ভাতিজা পলাতক রয়েছে। পুলিশ জানায়, সকালে সলেমানপুর এলাকায় অভিযান চালানো হয়। সেসময় ডাবল মার্ডারের সাথে জড়িত সন্দেহে আব্বাস আলীকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে ডন নামের একজনকে আটক করে পুলিশ। গত বৃহস্পতিবার কোটচাঁদপুরের চৌগাছা বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের খাজনা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জীবন হোসেন ও যশোর নেওয়ার পথে আক্তার হোসেনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :