April 16, 2024, 7:16 am

কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

কোটচাঁদপুর সংবাদদাতা।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ওষুধ ফার্মেসী মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের আর,কে মেডিকেলে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল দুপুরে এ অভিযান চালান,
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে। এ সময় তিনি পৌর শহরের আর,কে মেডিকেলের মালিক শফি উদ্দিনকে ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মনিরুজ্জামান, কোটচাঁদপুর কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি কাজী হাসানুজ্জামান, সাবেক সভাপতি সোহরাব হোসেন ও সহসভাপতি হাসানুজ্জামান ডাবলু উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :