July 27, 2024, 8:30 pm

ক্রিকেট ধারাভাষ্য থেকে ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে পদক্ষেপ নিতে হাইকোর্টের রুল

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারা ভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ দায়ের করার কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি প্রেসিডেন্টকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী এবিএম ওয়ালিউর রহমান খানের আবেদনের প্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন।
এডভোকেট ওয়ালিউর রহমান খান সাংবাদিকদের বলেন, ৬ নভেম্বর আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে ‘শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের’ খেলায় অ্যাঞ্জেলো ম্যাথুস আম্পায়ার কর্তৃক ‘টাইম আউট’ হয়। শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে এ আউটের ঘটনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যকার ওয়াকার ইউনিস বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে তিরস্কার করে বক্তব্য রাখেন। বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করেন এডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :