April 20, 2024, 3:32 pm

ক্ষণস্থায়ী চেতনায় স্বচ্ছ আলো

মামুন মির্জা।। কোন যুক্তি তর্কের খাতিরে নয় , প্রকৃত আলোর সন্ধানে এমন পথচলা । আমি আপনি পৃথিবীর কতটা যাত্রা পথে আছি তা জানি না । পৃথিবীর বয়স কত কার বা জানা আছে ? কেন পৃথিবীতে আমাকে , আপনাকে এত আধুনিক বৃদ্ধি সম্পন্ন করা হয়েছে ? কেন গোরু ছাগলকে বৃদ্ধি সম্পন্ন করা হল না ? কেনই বা জীবন টা আজীবন ধরে রাখতে পারছি না ? কেন সময়ের সাথে বৃদ্ধ হচ্ছি ? কেন জীবনের সবচেয়ে প্রিয় মা বাবাকে মৃত্যুর থেকে ফিরিয়ে আনতে পারছি না ? যখন ডাক্তার বলছে আপনার বাবা / মা কে আর বাঁচানো সম্ভব নয় , তখন মনে হচ্ছে কেন বিজ্ঞান এখানে চুপ ? তাই মনে হয়েছে এ পৃথিবী এক রহস্যময় গ্রহ । এখানে ভালো লাগা , মন্দ লাগা সবই অনুভূতি । এ রহস্যের পিছনে কেউ চোখ রাখছে , নির্ধারিত গতিপথে সব মিলিয়ে যাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :