July 27, 2024, 2:43 pm

ক্ষুদ্র কারখানাগুলোতে শীতের পোশাক তৈরির ধুম

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।। জেলা সদরের ক্ষুদ্র পোশাক তৈরি কারখানাগুলোতে শীতের পোশাক বা শীতবস্ত্র তৈরিতে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন । উপজেলার মিরকাদিম , রামপাল এবং পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন স্থানে গড়ে ওঠা প্রায় ৪ শতাধিক মিনি গার্মেন্টস মালিকরা এখন শীতের পোশাক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন । বছরে দুটি ঈদ, শীত এবং গরমের উপর নির্ভর করে রাজধানী ঢাকা থেকে কাপড়সহ অন্যান্য কাঁচামাল এনে পোশাক তৈরী করেন এসব ক্ষুদ্র পোশাক শিল্পের সাথে জড়িতরা । জানাগেছে , কারখানাগুলোতে শ্রমিকদের দিয়ে পোশাকগুলোতে নানা ধরনের ডিজাইন আর সেলাই এবং হাতের কাজ করা হয় । কোন কোন মিনি গার্মেন্টসে সানি স্টারকম্পিউটার মেশিনের মাধ্যমে শিশুদের আকর্শনীয় ডিজাইনের জামা তৈরী করা হয় । অনেকে আবার প্রোডাকশনের উপর কাজ করছেন । এসব মিনি গার্মেন্টসে তৈরী শীতের পোশাক পাঠানো হয় রাজধানী ঢাকার সদরঘাট এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা পাইকারি মার্কেটে । এছাড়াও বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসেও পোশাক কিনে নিয়ে যান । সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে , পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের কর্মব্যস্ততা তুঙ্গে । সব বয়সের মানুষের জন্য নানা ধরনের শীতবস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা । শিশুদের জন্য বাহারি রঙের সুয়েটার ,ছেলেদের জন্য জ্যাকেট থেকে শুরু করে ব্লেজার , মেয়েদের জন্য হাল ফ্যাশনের শীত পোশাক সবই তৈরি হচ্ছে সেখানে । প্রতিটি কারখানায় শীত পোশাক তৈরির ধুম লেগেছে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :