March 21, 2023, 2:43 pm

খাওয়ার খোটা দেওয়ায় ভাই-ভাবি ও ভাতিজা-ভাতিজিকে খুন!

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুর, তার স্ত্রী ও দুই সন্তান হত্যার দায় স্বীকার করেছে ছোট ভাই রাহানুর।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে, নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত উপ মহাপরিচালক শেখ ওমর ফারুক।
রাহানুরের তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত চাপাতি ও তোয়ালে উদ্ধার করা হয়েছে।
সিআইডি জানায়, স্ত্রী ছেড়ে যাওয়ায় বড় ভাই শাহিনুরের বাড়িতে খেত রাহানুর। এতে ভাবি সাবিনা কথা শোনানোয় ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করে সে। পরে, কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর কুপিয়ে হত্যা করেন ভাই-ভাবীকে। এসময় ভাতিজা সিয়াম ও ভাতিজি তাসনিম জেগে গেলে তাদেরও কুপিয়ে হত্যা করে সে।।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :