July 27, 2024, 8:36 am

চলতি মাসেই রোপণ করা হবে আগাম আলু চাষ

অনলাইন ডেস্ক।।
বর্ষার পানি নেমে যাওয়ার কারণে পদ্মা এবং মেঘনা তীরের উঁচু জমিগুলোকে ট্রাক্টর দিয়ে চাষ করে কৃষকরা আগাম আলু, পেঁয়াজ , মরিচসহ অন্যান্য ফসল আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা । কৃষকরা জানান , গেলো বছর আগাম আলু রোপণ করে কৃষকরা বৃষ্টির কারণে দু’বার ক্ষতির সম্মুখিন হয়েছেন । এবছরও কৃষকরা আগাম আলু রোপণের প্রস্তুতি হিসেবে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন । চাষ করা এসব জমি আলু রোপণের উপযোগী করতে জমিগুলোতে কমপক্ষে ৫ বার চাষ দিতে হয় ।

জমি পুরোপুরি প্রস্তুতি করতে সময় লাগে কমপক্ষে ১৫ দিন । কৃষকরা এসব জমিতে বৃষ্টি আর আবহাওয়ার পরিস্থিতি বুঝে চলতি মাসের মধ্যেই আলু রোপণ শুরু করবেন । আগাম আলুতে কৃষকরা লাভবান হলেও শেষ মুহূর্তের আলু চাষে গেলো বছর কৃষকরা লোকসান গুনেছেন । অনেকে কোল্ড স্টোরে আলু রেখে বেশি দামে বিক্রির আশায় লোকসান গুনেছেন । এজন্য নদী তীরবর্তী এলাকার কৃষকরা আগাম আলু চাষের দিকে ঝুঁকে পড়ছেন । আলু উত্তোলনের পর কৃষকরা অন্যান্য লাভজনক সবজি আবাদের লক্ষ্যেই জমিগুলো চাষ দিয়ে প্রস্তুত করছেন বলেও জানান একাধিক কৃষক । জানাগেছে , আমন ধান কর্তনের পর কৃষকরা একখন্ড জমিও পতিত রাখে না । এ ছাড়া বছরের পর বছর যে জমিগুলো পড়ে থাকত গত কয়েক বছর ধরে সে জমিগুলোতে আগাম জাতের আলু চাষ করে ইতোমতো বিপ্লব ঘটিয়েছে কৃষকরা । ৬০ থেকে ৭০ দিনের মধ্যে উৎপাদিত ডায়মন্ড এবং গেনোলা জাতের আগাম আলু চাষ করে থাকেন এখানকার কৃষকরা । সরেজমিনে ঘুরে দেখা গেছে , নদীর তীরবর্তী এলাকার উঁচু জমিগুলোতে কৃষকরা ধনিয়া পাতা , পেঁয়াজের চারা এবং আগাম আলু রোপণের জন্য জমিগুলোকে প্রস্তুত করছেন । মেঘনা নদী তীরবর্তী উত্তর চরমশুরা , দক্ষিণ চরমশুরা , কুন্ডেরচর , বকচর এবং কালিরচর এলাকার বেশ কিছু স্থানে কৃষকদেরকে আলু রোপণের জমি চাষাবাদ করে প্রস্তুত করতে দেখা গেছে । কৃষক মমিন আলী সিকদার বলেন , ‘ জমি চাষ দিয়ে প্রস্তুতি নিয়ে রাখছি । আবহাওয়া ভালো দেখলে আগামী ১০/১৫ দিনের মধ্যে আলুর বীজ জমিতে বপণ করবো । তাছাড়া আবহাওয়া একটু খারাপ দেখলে এই জমিতে শীতকালীন শাকসবজি করে দিবো । গেলো বছর বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আগাম আলুতে লাভবান হয়েছি । ‘ কাউয়াদি এলাকার কৃষক জসিম বলেন , নিজের ট্রাক্টর দিয়ে জমিগুলো চাষ দিয়ে প্রস্তুত করতেছি । কিছু জমিতে উস্তের চারা রোপণ আর ২০ শতাংশ জমিতে আগাম আলু রোপণ করবো । পাশাপাশি আলুর জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়ার আবাদ করবো । তিনি আরো বলেন , প্রতিবছর তিনি আগাম আলু রোপণ করেন । এবছরও তিনি ধাপে ধাপে প্রায় ২ একর জমিতে আগাম আলু রোপণ করবেন বলেও জানান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :