July 27, 2024, 8:33 am

চুয়াডাঙ্গার দর্শনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দৈনিক পদ্মা সংবাদ ডেস্কঃ

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ৫০ বছর আগে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় বাংলাদেশ আওয়ামীলীগ, জাসদ, বিনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন, দর্শনা সরকারি কলেজসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনা পৌর পরিষদ, দর্শনা থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের সাংগাঠনিক পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে দর্শনা পৌরসভার সুযোগ্য মেয়র জনাব মতিয়ার রহমান, দর্শনা পৌর প্যানেল মেয়র -১ রবিউল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা জনাব রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মাষ্টার প্রমুখ।

এরপর বর্নাঢ্য র‍্যালি সহকারে সকলে দর্শনা রেলবাজার হয়ে কেরুজ আনন্দবাজারে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :