July 27, 2024, 8:37 am

জামালপুরে একরাতে ২ কারাবন্দির মৃত্যু

জামালপুর কারাগারে এক রাতে শাহীন হাওলাদার (৪০) ও ইয়াকুব আলী (৬৫) নামে দুই কারাবন্দির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর কারাগারের জেলার আবু ফাহাত দুই কারাবন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাদের এ হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত শাহীন হাওলাদার জামালপুর উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কয়লাকান্দি এলাকার বাসিন্দা। তিনি মাদক মামলার আসামি ছিলেন। ইয়াকুব আলী মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শ এলাকার বাসিন্দা। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, কারাবন্দি শাহীন হাওলাদার ও ইয়াকুব আলী রাতে অসুস্থ হয়ে পড়েন। কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রাতে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪৬ মিনিটে শাহীন হাওলাদার মারা যান। ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে মারা যান ইয়াকুব আলী।

নিহত শাহীনের স্ত্রী হালিমা বেগম বলেন, আমার স্বামীকে রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশে ধরে নিয়ে যায়। সেই সময় আমার স্বামীর কাছে কোনো মাদক ছিলো না। আজ রাতে জেলখানা থেকে ফোন দিয়ে বলেন, আমার স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

জামালপুর কারাগারের জেলার আবু ফাহাত বলেন, রাতে দুই কারাবন্দি অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। একজনের শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিলো, অন্যজন হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :