April 20, 2024, 12:42 am

ঝিনাইদহে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

ঝিনাইদহ প্রতিনিধিঃ
দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিতবস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান আসিফ ইকবাল কাজলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১ টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিকরা ঝিনাইদহ-যশোর সড়কে ক্যামেরা রেখে রাস্তায় বসে মিথ্যা মামলার প্রতিবাদ জানান।কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ঝিনাইদহ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই, দৈনিক নবচিত্রের সম্পাদক ও দীপ্ত টিভির আলাউদ্দিন আজাদ সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু সহ-সাধারণ সম্পাদক ও আমাদের নতুন সময় পত্রিকার এম.মাহফুজুর রহমান, জিটিভি ও বর্ণময় বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওলিয়ার রহমান, যমুনা টিভির আহমেদ নাসিম আনসারী, আরটিভির শিপলু জামান, , সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের, আব্দুস সালাম, জাফর উদ্দিন রাজু, আব্দুল্লাহ আল মামুন, জাফর উদ্দিন রাজু প্রমুখ। অনুষ্টানটি পরিচালনা করেন মাইটিভির মিঠু মালিথা।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ব্যাংকের টাকা আত্মসাৎকারী আজির আলী ও আব্দুস সালাম বাদী হয়ে ঝিনাইদহের ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও সরকারি টাকা আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরোও কঠোর কর্মসূচী গ্রহণের হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা। উল্লেখ্য, ঝিনাইদহ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান জেলার সিনিয়র সাংবাদিক আসিফ কাজল এবং দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগসহ তিনজনের নামে ৫০০/৫০১ ধারায় অভিযোগ দিয়েছেন আব্দুস সালাম ও আজির উদ্দীন নামে কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের দুই কর্মচারী। এই দুই কর্মচারী সম্প্রতি টাকা চুরির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :