July 27, 2024, 10:00 am

ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা বিশ্ব পানি দিবস উপলক্ষে

শেখ রুহুল আমিন,ঝিনাইদহ।

০৪এপ্রিল“ভূগর্ভস্থ পানি:অদৃশ্য সম্পদ,দৃশ্যমান প্রভাব”এপ্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা,এডিসি রেভিনিউ রাজিবুল ইসলাম খাঁন ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সেসময় বক্তারা বলেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভূগর্ভস্থ পানি পান করেই জীবন ধারণ করেন। ভূগর্ভস্থ পানি যেটা অদৃশ্যমান। এজন্য ভূগর্ভস্থ পানিকে দৃশ্যমান করতেই এবারের প্রতিপাদ্য। অনেক সময় বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। তাই পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :