July 27, 2024, 6:30 am

তথ্য অধিকার আইনে জরিমানা ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদান না করা এবং তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলীকে ৩ হাজার টাকা জরিমানা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলীকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ।
অপর একটি অভিযোগে তথ্য সরবরাহে অবজ্ঞা এবং বাঁধা সৃষ্টি করায় চাঁদপুরের কামরাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষকে ৪ হাজার টাকা জরিমানা এবং একইসাথে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।
তথ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি করায় অপর একটি অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলার বটতলীন মিরুলুম দাখিল মাদ্রাসার সুপারকে (ভারপ্রাপ্ত) ৩ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন বাংলাদেশ।
আজ বুধবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণ পূর্বক এই আদেশ প্রদান করেন।
উল্লেখ্য যে, তথ্য কমিশনে আজ ৭টি অভিযোগের শুনানী করে ৭টি অভিযোগেরই নিষ্পত্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :