July 27, 2024, 9:31 am

তিন মাস বয়সী শিশু সন্তান কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য রিপন হত্যার মুল পরিকল্পনাকারী শিল্পপিত নজরুল ইসলাম দুলাল ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসসহ জড়িতদের ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে নিহত রিপনের স্ত্রী তানিয়া খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তার কোলে তিনমাস বয়সী শিশু সন্তান ছিলেন। সংবাদ সম্মেলনে তানিয়া অভিযোগ করেন, নজরুল ইসলাম দুলাল ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছেন। তানিয়া খাতুন দাবী করেন, হত্যার পর এলাকায় উল্লাস করে বেড়াচ্ছে। আমরা যাতে মামলা তুলে নিই এ কারণে হত্যাকারীরা প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছে। হত্যার পর তারাই আবার ৪০/৫০ টি বাড়ী-ঘর ভাংচুর করে। তিনি আরও বলেন, খুন করার পর খুনিরা বিশ্বাস বিল্ডার্সের মালিক দুলাল বিশ্বাসের ঢাকার অফিসে আশ্রয় নেয়। তার অফিসের সামনে থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এতেই প্রমানিত হয় হত্যাকান্ডের সঙ্গে বিশ^াস পরিবার জড়িত। সংবাদ সম্মেলনে নিহতের পিতা আবুল কালাম আজাদ, চাচা জাফর বিশ্বাস, খালাতো ভাই নাসির বিশ্বাস, ভগ্নিপতি জাহাঙ্গীর ইসলাম শলক, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উকিল মোল্লা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, স্থানীয় মাতব্বর মাসুদ বিশ্বাস, মুন্নু বিশ্বাস, সুজন বিশ্বাসসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাত দেড়টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলো রিপন। পথে মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে দুলাল ও হেলালের লোকজন তার গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :