July 27, 2024, 2:11 pm

তৃতীয় লিঙ্গের নজরুলের কাছে পরাজিত নৌকার নজরুল

শাহ আলম, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছে নৌকা প্রতিকের নজরুল ইসলাম সানা।

আনারস প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম ঋতু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতিক নিয়ে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু পেয়েছেন ৯৫৬৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪৫১৭ ভোট।

ভোটে জয়ী হয়ে মুঠোফোনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু জানান, এ জয় ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। কাজের মাধ্যমে মানুষের ঋণ শোধ করার চেষ্টা করবো।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ইতিমধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে নৌকা প্রতিকের ওহিদুজ্জামান ওদু, ৭নং রায়গ্রাম ইউনিয়নে নৌকা প্রতিকের আলী হোসেন অপু ও ৯নং বারবাজার ইউনিয়নে নৌকা প্রতিকের আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :