July 27, 2024, 1:41 pm

বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।।

দামুড়হুদায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরকে স্বাগত জানতে ১৪২৯ বঙ্গাব্দ পহেলা বৈশাখ আনন্দে মাতবে সারাদেশের মতোই দামুড়হুদা উপজেলা।

এ লক্ষ্যে সোমবার সকাল ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশ বরণ করে নেওয়া হয় নতুন বাংলা বছরকে। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে-গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাঁদের পুরানো হিসাব-নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তাঁরা নতুন -পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরচারিত এ অনুষ্ঠানে আজও পালিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলার আওয়ামী লীগের সভাপতি মাহাফুজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, কৃষি অফিসার মনিরুজ্জামান, জেলা পরিষদের সদস্য শফিউল কবীর ইউসুফ,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ মতিন,নির্বাচন অফিসার ইসহাক আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান ববি,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি তদন্ত আমান উল্লাহ আমান।

মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আযূব আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হয়রত আলী, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, হাউলি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম,পারকৃষ্টপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি সহ উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধান ও বিজিবি কর্মকর্তাগণ।

বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভায় প্রতিবারের ন্যায় এবাও বর্ণাঢ্য আযোজনে উদযাপনের জন্য দামুড়হুদায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, লাঠিখেলা, কুইজ, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুইদিন ব্যাপী মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বাংলা নববর্ষের বিভিন্ন কর্মসূচি উদযাপিত হবে।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ যথাযথ মর্যাদায় পালন এবং শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে সকলের সহযোগিতার কামনা করেছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :