July 27, 2024, 10:07 am

দূষণজালে আটকা দেশ!

✍️….নুরুল আলম বাকু।

দূষণ নামের শক্ত জালে
আটকে গেছে দেশটা
দূষণমুক্ত হচ্ছে না তো
করেও নানান চেষ্টা।।

বর্জ্য পয়োঃ পলিথিনে
দূষণ নদী দূষণ খাল
মাছ শিকারে ফেলছে সেথা
নিষিদ্ধ সব কারেন্ট জাল।।

ক্লিনিক্যাল বর্জ্যে দূষণ
ক্লিনিক আর হাসপাতাল
কেমিক্যালে চলছে দূষণ
সবজি থেকে ভাতের চাল।।

হাজার যানে ছাড়ছে ধুঁয়া
কলকারখানার কালো ছাই
ধুলাবালি উড়ছে সাথে
বাড়ছে যত রোগ-বালাই।।

ইটভাটা আর কল-কারখানার
ধুঁয়ায় দূষণ হচ্ছে বায়ু
নানান রোগে ভুগছে মানুষ
সাথে সাথে কমছে আয়ু।।

নষ্টগাড়ির বিকট আওয়াজ
হর্ন মাইকের শব্দ
নারী পুরুষ বৃদ্ধ শিশু
হচ্ছে সবাই জব্দ।।

রাতের বেলায় রাস্তাঘাটে
আলোর দূষণ থামছে না
যার যেভাবে চলছে খুশি
আইনকানুন মানছে না।।

সবখানেতেই চলছে দূষণ
ঘুমের দেশে প্রশাসন
দূষণজালে আটকা পড়ে
নাকাল দেশের জনগন।।

দূষণরোধে মিটিং সিটিং
সেমিনারের নেইকো শেষ
তবুও তো হচ্ছে নাকো
দূষণমুক্ত পরিবেশ।।

দূষন কভু রোধ হবেনা
মঞ্চ সভার ভাষনে
দেশ হবেনা দূষণমুক্ত
ফসকাগেরোর শাসনে।।

চেতনা সবার ফেরাতে হবে
করতে নানান দূষণরোধ
মানবমনে জাগাতে হবে
নিয়মনীতির মূল্যবোধ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :