April 20, 2024, 9:48 am

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ তাপমাত্রা কমে ৮ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক।।
উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে দিনমজুর লোকজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন।
তারা দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন। জেলার বিভিন্ন জায়গায় খরকুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে সকালে রোদ উঠলেও শীতের তীব্রতা রয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ এবং বেশ কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে।
তিনি আরও জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :