July 27, 2024, 6:51 am

পারমাণবিক অস্ত্রকে প্রস্তত রাখার নির্দেশ পুতিনের

অনলাইন ডেস্ক।।

রাশিয়ার সেনাবাহিনীকে তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রকে‘বিশেষ সতর্ক’ অবস্থায় প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র শক্তির সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ান অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

বিবিসি জানায়, এক টেলিভিশন ভাষণে রুশ বাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের উদ্দেশে পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি বৈরী পদক্ষেপ নিয়েছে এবং ‘বেআইনি নিষেধাজ্ঞা’ আরোপ করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :