April 16, 2024, 7:47 pm

পার্লারের আড়ালে দেহব্যবসা, নারী কাউন্সিলর রিমান্ডে

অনলাইন ডেস্ক।।
গাজীপুরে বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপ করানোর মামলায় গ্রেপ্তারকৃত কাউন্সিলরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে গাজীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে এক দিনের মঞ্জুর করেন তিনি।
এর আগে একই দিন দুপুরে বাসন থানা পুলিশ অভিযুক্ত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীকে আদালতে পাঠানো হয়। শুক্রবার রাতে বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কাজে বাধ্য করার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সেই সংরক্ষিত নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করে র‍্যাব-১। পোড়াবাড়ী র‍্যাব-১ ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাসন থানায় রোকসানা আহমেদ রোজীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরী। সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী।
মোটা অঙ্কের বেতনের আশ্বাসে এক কিশোরীকে পার্লারের চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়। অভিযোগ রয়েছে, ওই কাউন্সিলর তাকে জিম্মি করেই এ ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেই চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :