April 20, 2024, 8:27 pm

পুলিশ সুপার পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক।।
পুলিশ সুপার পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি
সারা দেশে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১৩ জেলার এসপিরাও রয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একাধিক প্রজ্ঞাপনে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রাঙামাটির এসপি আলমগীর কবিরকে পুলিশ সদর দপ্তরে, বরিশাল জেলার এসপি সাইফুল ইসলামকে ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), কুমিল্লার এসপি সৈয়দ নূরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), পাবনার এসপি শেখ রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, গোপালগঞ্জের এসপি সাইদুর রহমান খানকে ঢাকার সিআইডিতে, মাগুরার এসপি খান মুহাম্মদ রেজয়ানকে ঢাকার সিআইডিতে, ঠাকুরগাঁওয়ের এসপি মোহা. মনিরুজ্জামানকে ঢাকার স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন-১) এবং রাজবাড়ীর এসপি মো. মিজানুর রহমানকে ঢাকার সিআইডিতে বদলি করা হয়েছে।
মৌলভীবাজারের এসপি ফারুক আহমেদকে কুমিল্লায় এবং বরগুনার এসপি মারুফ হোসেনকে বরিশালের এসপির দায়িত্ব দেওয়া হয়েছে। কুড়িগ্রামের এসপি মহিবুল ইসলাম খানকে পাবনায়, শেরপুরেরএসপি কাজী আশরাফুল আজিমকে গাজীপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে। কক্সবাজার জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট তারিকুল ইসলামকে কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকার সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম তাসমিয়াহ তাহলীলকে পুলিশ সদর দপ্তরে, কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৬–এর অধিনায়ক হেদায়েতুল ইসলামকে হবিগঞ্জ জেলার ইন–সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। নৌ–পুলিশের এসপি আবদুল্লাহ আরেফকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
ঢাকার সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরাকে কুড়িগ্রামের এসপি হিসেবে, ডিএমপির উপকমিশনার মীর মোদদাছের হোসেনকে রাঙামাটির এসপি, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপকমিশনার জাহাঙ্গীর মল্লিককে বরগুনা জেলায়, এসপিবিএনে কর্মরত মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজারের এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি জহিরুল ইসলামকে মাগুরার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের এসপির দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জের এসপি হয়েছেন এআইজি আয়েশা সিদ্দিকা।
ঢাকার পুলিশ স্টাফ কলেজের এসপি হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর জেলা আর খুলনা মহানগর পুলিশের উপকমিশনার এম এম শাকিলুজ্জামানকে রাজবাড়ীর এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :